নরসিংদীতে র‌্যাবের অভিযানে বোমাসহ গ্রেপ্তার-১


বার্তা বিভাগ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন /
নরসিংদীতে র‌্যাবের অভিযানে বোমাসহ গ্রেপ্তার-১

 

নিজস্ব প্রতিবেদন : নরসিংদীর মাধবদীতে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আক্তার ওরফে বোমাবাজ আক্তার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন র‌্যাব-১১।

ক্যাম্প কমান্ডর খন্দকার মোঃ শামীম হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ অক্টোবর) র‌্যাব-১১ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানাধীন চরভাসানিয়া গ্রামের টেঁটাসন্ত্রাসী ও বোমাবাজ আক্তার (৪০) ওরফে বোমা আক্তারকে তার বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে বোমা তৈরির সময় হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহৃত গানপাউডার ৫০০ গ্রাম, কাঁচভাংগা ৫৫০ গ্রাম, সাদা ও লাল কস্টেপে মোড়ানো তৈরিকৃত তাজা ৫টি ককটেল, শটগানের কার্তুজ ১টি ও বেশকিছু টেঁটা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার মাধবদী ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও বোমা আক্তার নামে পরিচিত। গ্রেপ্তারকৃত আক্তারকে মাধবদী থানা বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাধবদী থানায় বেশকয়েকটি মামলা রয়েছে বলে জানা।